Ukraine Russia Conflict: 'We are ready for talks once Ukraine's Army stops fighting'-President Vladimir Putin


President Vladimir Putin



নিউজ ডেস্কঃ “ইউক্রেনিয়ান সেনা একবার যুদ্ধ বন্ধ করলেই আমরা আলোচনার জন্য প্রস্তুত।” পুতিনের এমন বার্তার পরই ইউক্রেনের (Ukraine) সঙ্গে আলোচনার জন্য পদস্থ কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল বেলারুসের রাজধানী মিনস্কে (Minsk) পাঠাতে প্রস্তুত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদমির পুতিন (Vladimir Putin)। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে উদ্ধৃত করে আজ একথা জানিয়েছে ভারতে নিযুক্ত রাশিয়ান দূতাবাস।


শুক্রবার একটি নতুন ভিডিও বার্তায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Ukraine's President Volodymyr Zelensky) আবারও রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন।


রাশিয়ান ভাষায় জেলেনস্কি বলেন, "আমি আবারও রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চাই। এখন সারা ইউক্রেনে যুদ্ধ চলছে। মানুষের মৃত্যু বন্ধ করতে আসুন আলোচনার টেবিলে বসি।"