Latest News

6/recent/ticker-posts

Ad Code

আবারও বড়সড় দুর্ঘটনা ধুপগুড়িতে

আবারও বড়সড় দুর্ঘটনা ধুপগুড়িতে





ধূপগুড়ি,জয়ন্ত বর্মন


আবারও বড়সড় দুর্ঘটনা ধুপগুড়িতে। বুধবার রাত আনুমানিক ১০টা ৪০মিনিট নাগাদ ধূপগুড়ির ওভারব্রীজ সংলগ্ন এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে এই দূর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে খবর। এই ঘটনায় আহত ৩ ।




জানা গেছে, অসম হতে একটি দশ চাকার গাড়ি শিলিগুড়ি যাওয়ার পথে উল্টো দিকে আসা একটি দশ চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে ।




সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন, মহঃ রহিম, গুল্লু শর্মা, জাহিরুল আলি । আহতরা আসামের বিজনির বলে জানা গেছে। ধূপগুড়ির দমকল কর্মীরা তাদের উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ।




ঘটনার জেরে দীর্ঘক্ষণ 48 নং এশিয়ান হাইওয়ে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে । দমকলকর্মীরা দেড়িতে ঘটনাস্থলে আসায় বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা ।পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code