Group-C দুর্নীতি অনুসন্ধানে রাজ্যের প্রস্তাবিত সিট (SIT) নয়, কমিটি গড়ল আদালত
Group-C দুর্নীতি অনুসন্ধানে রাজ্যের প্রস্তাবিত সিট (SIT) নয়, কমিটি গড়ল আদালত.। ২০১৬ সালে SSC Group C পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পায়। এরপর পরীক্ষার পর যথারীতি প্যানেল হয়। SSC-র Group C পদে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও ৩৫০ জনকে নিয়োগের অভিযোগ জমা পড়ে এরপর যাঁরা ইতিমধ্যেই কাজে যোগ দিয়েছেন, তাঁদের বেতন বন্ধের নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।
৩৫০ জনকেই নোটিস পাঠানো হলেও আদালতে হাজিরা দেননি কেউ। আর এতেই ক্ষুদ্ধ হয়ে স্রেফ সিবিআই অনুসন্ধানই (CBI Investigation) নয়, নিয়ম না মেনে যাঁদের নিয়োগ করা হয়েছে, তাঁদের চাকরিও খারিজ করে দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই রায় খারিজের আর্জি জানিয়ে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সেই মামলায় এবার CBI অনুসন্ধান সহ চাকরি বাতিলের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চে।
এবার রাজ্যের প্রস্তাবিত সিট (SIT) নয়, গ্রুপ সি (Group-C)-দুর্নীতি অনুসন্ধানে কমিটি গড়ল আদালত।অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। অনুসন্ধান শেষ করার জন্য কমিটিকে ৩ মাসের সময়সীমা দেওয়া হয়েছে। ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়, অমান্য করলে ছাড় পাবেন না। এই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত বা অনুসন্ধান দরকার। অনুসন্ধানে নিরপেক্ষ সংস্থাই প্রথম পছন্দ’ বলে মন্তব্য করেন ডিভিশন বেঞ্চ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊