Latest News

6/recent/ticker-posts

Ad Code

Russia attacks Ukraine :ইউক্রেনের বায়ুসেনা ঘাঁটি ও এয়ার ডিফেন্স সিস্টেম গুঁড়িয়ে দেওয়ার দাবি রাশিয়ার!

Russia attacks Ukraine :ইউক্রেনের বায়ুসেনা ঘাঁটি ও এয়ার ডিফেন্স সিস্টেম গুঁড়িয়ে দেওয়ার দাবি রাশিয়ার!





Russia attacks Ukraine :ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা রাশিয়ার! ইউক্রেনের বায়ুসেনা ঘাঁটি ও এয়ার ডিফেন্স সিস্টেম গুঁড়িয়ে দেওয়ার দাবি রাশিয়ার!




রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিবেশী দেশে সামরিক অভিযানের নির্দেশ দেওয়ার পরই দ্রুতগতিতে হামলা চালায় রুশ বাহিনী। এর কয়েক ঘন্টা পরেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেন সেনার বিমান ঘাঁটির পরিকাঠামো নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে এয়ার ডিফেন্সও।

রাশিয়ার প্রেসিডেন্টের নির্দেশের পরেই ইউক্রেন জুড়েই শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। রাষ্ট্রপুঞ্জের হুঁশিয়ারি অগ্রাহ্য করে এদিন আচমকাই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল রাশিয়া।




ইউক্রেনের দাবি, ৫টি রুশ সেনাবিমান ও একটি হেলিকপ্টার গুলি করে নামানো হয়েছে। রাশিয়ার পাল্টা দাবি, ইউক্রেনের বিমান ঘাঁটি ধ্বংস করার পাশাপাশি সে দেশের বায়ুসেনার যাবতীয় প্রতিরোধ ভেঙে দেওয়া হয়েছে।



ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্র সমর্পণ করতে বলে সামরিক অভিযানের ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেন নিয়ে কোনও বিদেশি শক্তি নাক গলালে তার ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code