স্বামীর স্বপ্ন সত্যি করে পুলওয়ামা-শহিদের স্ত্রী যোগ দিয়েছেন সেনায়


আজ ১৪ই ফেব্রুয়ারি ২০২২। তিন বছর আগে এই দিনেই ভারতের মাটিতে শহীদ হয়েছেন বহু ভারতীয় জওয়ান। সেই স্মৃতি আজও টাটকা ভারতীয়দের মনে। 

যদিও বিশ্ব 14 ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করছে, কিন্তু আজকে ভারতের জন্য 'কালো দিন' হিসাবে পরিচিত পুলওয়ামা হামলার কারণে, যা ভারতীয় নিরাপত্তা বাহিনীর উপর সবচেয়ে মারাত্মক হামলার একটি, যখন 40 জন সাহসী CRPF -র প্রাণ হারিয়েছিল। .



পুলওয়ামায় শহীদ হওয়া স্বামীর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার ইচ্ছা নিয়ে এগিয়ে গিয়েছেন আর সফল হয়েছেন যা সত‍্যিই অবাক করেছে গোটা দেশবাসীকে। আজকের দিনে সেই সাহসী বীর জওয়ানের স্ত্রীর সাথে পরিচয় হওয়া যাক।


২০১৯-র ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলায় শহীদ ভারতীয় জওয়ানের স্ত্রী সেদিন একটা আলতো চুমুতেই স্বামীকে বিদায় জানিয়েছিলেন। বুক ভরা দুঃখ নিয়ে ২৫ মাস পার করে স্বামীর স্বপ্নকে সত্যি করে তোলেন তিনি। মনকে শক্ত করে প্রতিজ্ঞা করেছিলেন তাঁর স্বামী মেজর বিভুতির অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবেন। আর তাই করলেন তিনি।




এক সময়ে কর্পোরেট সংস্থায় কর্মরত নীতিকা চেন্নাইয়ের অফিসার ট্রেনিং অ্যাকাডেমি থেকে পাশ করে ভারতীয় সেনার একজন লেফটেন্যান্ট হিসেবে যোগ দিয়েছেন সেনায়। স্বামীকে শেষ বিদায় জানানো সময় কানে কানে বলেছিলেন ‘তোমায় খুব ভালোবাসি। তুমি আমার গর্ব’। 




ভারতীয় সেনার সাউথ ওয়েস্টার্ন কমান্ডের অন্তর্গত অর্ডন্যান্স কর্পসে কাজে যোগ দেন নীতিকা।তাঁকে শুভেচ্ছা জানান ভারতীয় সেনার নর্দান কমান্ডের প্রধান লেউটেন্যান্ট জেনারেল ওয়াই কে জোশী৷ নীতিকাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “তোমার জন্য আমরা গর্বিত৷”





নীতিকা বলেন, “একটা আলাদা অভিজ্ঞতা। যেদিন প্রথম আমি ট্রেনিং শুরু করলাম, মনে হল আমি ওনার দেখানো পথেই হাঁটা শুরু করেছি। উনি আমার সঙ্গেই রয়েছেন। আমাকে ধরে রয়েছেন। আমাকে বলছেন, তুমিই পারবে।'' এরপর কিছুটা থেমে নীতিকা আবার বলেন, "আমি তোমাকে ভালবাসি বিভু। শেষ দিন পর্যন্ত তোমাকেই ভালবাসব৷" এখনও তাঁর শরীরে সেনার পোশাক, স্বামীর স্মৃতি আজ তাঁর চারিদিকে বিরাজমান।