IPL MEGA AUCTION: IPL-র মেগা নিলামে ২১ খেলোয়াড়কে দলে নিয়েছে CSK, দেখুন পুরো টিম 


CSK



IPL 2022 র মেগা নিলামে চেন্নাই সুপার কিংস মোট ২১ জন খেলোয়াড়কে কিনেছে। আইপিএলের শুরু থেকেই চেন্নাই দলের অধিনায়কত্ব করেছেন মহেন্দ্র সিং ধোনি। এবছরেও রিটেন পেয়ে চেন্নাই সুপার কিংসেই রয়েছেন তিনি। মেগা নিলামের আগে চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি, অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা, মইন আলি এবং ওপেনার রুতুরাজ গায়কোয়াড়কে রিটেন করেছিল। এখন পর্যন্ত সিএসকে দলের মোট খেলোয়াড় সংখ্যা হল ২১।



চেন্নাই সুপার কিংসের পুরো দল- 
  • রবিন উত্থাপ্পা (২ কোটি টাকা) 
  • ডোয়েন ব্র্যাভো (৪.৪০ কোটি টাকা) 
  • অম্বাতি রায়ডু (৬.৭৫ কোটি টাকা) 
  • দীপক চাহার (১৪ কোটি টাকা)
  • কেএম আসিফ (২০ লক্ষ টাকা)
  • তুষার দেশপান্ডে (২০ লক্ষ টাকা) 
  • শিবম দুবে ( চার কোটি টাকা) 
  • মহেশ দিক্ষানা (৭০ লক্ষ টাকা) 
  • সিমরজিৎ সিংহ (২০ লক্ষ টাকা)
  • ডেভোন কোনওয়ে ( ১ কোটি টাকা) 
  • ডোয়েন প্রিটোরিয়াস (৫০ লক্ষ টাকা)
  • রাজবর্ধন হঙ্গরেকর (১.৫০ কোটি টাকা) 
  • মিচেল স্যান্টনার (১.৯০ কোটি টাকা)
  • অ্যাডাম মিল্নে (১.৯০ কোটি টাকা) 
  • শুভ্রাংশু সেনাপতি (২০ লক্ষ টাকা)
  • মুকেশ চৌধুরী (২০ লক্ষ টাকা)
  • প্রশান্ত সোলাঙ্কি (২০ লক্ষ)
  • ভগত শর্মা (২০ লক্ষ টাকা) 
  • ক্রিস জর্ডন (৩.৬০ কোটি টাকা) 
  • এন জগদীশন (২০ লক্ষ টাকা) 
  • সি হরি নিশান্ত (২০ লক্ষ টাকা)




রিটেন খেলোয়াড়- 
  • রবীন্দ্র জাডেজা (১৬ কোটি টাকা)
  • এমএস ধোনি (১২ কোটি টাকা) 
  • মইন আলি (৮ কোটি টাকা) 
  • রুতুরাজ গায়কোয়াড় ( ৬ কোটি টাকা)