Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যান, খেলেন মিড ডে মিল

বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যান, খেলেন মিড ডে মিল





অভীক মিত্র -

করোনা মহামারীর জন্য দীর্ঘ দুইবছর পর রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়ের ঘোষনা মতো রাজ‍্যে শুরু হল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে । প্রথমে প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পাড়ায় পাড়ায় শিক্ষালয় চলার পর এবার ক্লাসরুমে আরম্ভ হল পড়াশুনা। আর এতে খুশি যেমন পড়ুয়ারা তেমনি শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবক অভিভাবিকারাও। স্কুল শুরু হতেই বেশ আগ্রহ দেখা গেল পড়ুয়াদের মধ‍্যে।




এদিন রাজনগর বড়বাজার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন রাজনগর ব্লকের বিডিও শুভদীপ পালিত, রাজনগর থানার ওসি প্রসেনজিৎ দত্ত,রাজনগর পঞ্চায়েতসমিতি পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু । পড়ুয়াদের হাতে কেক ও মাস্ক তুলে দেন তাঁরা । এদিকে বোলপুর বালিকা নিম্ন বুনিয়াদি বিদ্যালয় পরিদর্শন করেন বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ চেয়ারম্যান ড: প্রলয় নায়েক । পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে-মিল খান চেয়ারম্যান ড: প্রলয় নায়েক । পড়ুয়াদের হাতে মাস্ক তুলে দেন প্রলয়বাবু ।




দীর্ঘদিন বাদে স্কুল খুলতেই প্রশাসনিক স্তরের উচ্চ পদস্থ অফিসারদের স্কুল ভিজিট নজর কেড়েছে সকলের। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় মুক্ত পরিবেশ থেকে অনেক দূরেই ছিল শিশুরা। তবে করোনা বিধি মেনে স্কুল খোলায় এবার কিছুটা উপকার হবে শিক্ষার্থীদের এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code