'নিজে জেতার চাইতে অন্যকে জেতানোর মজাই আলাদা': উদয়ন গুহ


Udayan Guha



শুক্রবার পুরভোটের তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। আর সেই তালিকা ঘিরেই চমক। তালিকায় নেই কোনো বিধায়ক। প্রাধান‍্য পেয়েছে তরুনরা। শুধু তাই নয় একই পরিবার থেকে একাধিক মানুষকে সুযোগ না দিয়ে প্রাধান্য দেওয়া হয়েছে তরুণ প্রার্থীদের দিকে। সুযোগ দেওয়া হয়েছে জয়ী কাউন্সিলারদের। পাশাপাশি এসেছে অনেক তরুণ মুখ। নবীন ও প্রবীণের সমন্বয়ে এই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে, বলেছেন পার্থ চট্টোপাধ্যায়।




আর তারপরেই নিজের সোশ‍্যাল হ‍্যাণ্ডেলে প্রতিক্রিয়া দিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তাঁর কথায়, নিজে ভোটে না লড়ে অন‍্যের জন‍্য ভোটে কাজ করা এবং তাঁকে জেতানোর মজা আলাদা। আর তা এবার ষোলো আনাই উপভোগ করবেন তিনি। এমনটাই জানিয়েছেন ফেসবুক পোস্টে।




তিনি লিখেছেন, "নিজে জেতার চাইতে অন্যকে জেতানোর মজাই আলাদা। এবারষোলো আনা সেটা উপভোগ করবো!"



প্রসঙ্গত, শুক্রবার সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যরা।




এদিন দার্জিলিং বাদে সব পুরসভার প্রার্থীর নাম ঘোষনা করে তৃণমূল। দার্জিলিং-র প্রার্থী তালিকা পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় প্রার্থী তালিকা প্রকাশ করে জানিয়েছেন, এ বারের পুর নির্বাচনে কোনও বিধায়ক লড়াই করছেন না। শুধু তাই নয় একই পরিবার থেকে একাধিক মানুষকে সুযোগ না দিয়ে প্রাধান্য দেওয়া হয়েছে তরুণ প্রার্থীদের দিকে। সুযোগ দেওয়া হয়েছে জয়ী কাউন্সিলারদের। পাশাপাশি এসেছে অনেক তরুণ মুখ। নবীন ও প্রবীণের সমন্বয়ে এই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে, বলেছেন পার্থ চট্টোপাধ্যায়।