Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরবঙ্গের মধ্যে প্রথম জাতীয় স্তরের রেফারির তালিকায় দিপু রায়

North Bengal: উত্তরবঙ্গের মধ্যে প্রথম জাতীয় স্তরের রেফারির তালিকায় দিপু রায়




মধুসূদন রায়, ময়নাগুড়িঃ উত্তরবঙ্গের মধ্যে প্রথম জাতীয় স্তরের রেফারির তালিকায় সাধারন রাজবংশী ঘরের ছেলে দিপু রায়। তার বাড়ি, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের হুসলুরডাঙ্গা এলাকায়। 

জানা যায়, দিপু রায়ের শৈশব ও শিক্ষাজীবন মোটেই অনুকূল ছিল না। অনেক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে তাকে শিক্ষালাভ করতে হয়েছে। তার পিতা হাতাসু রায় পাটগোলায় সামান্য শ্রমিকের কাজ করে যা উপার্জন হতো তা দিয়েই সংসার ও চার সন্তানের লেখাপড়ার খরচ চালাতেন। 

স্বাভাবিকভাবেই 'নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা' ছিল পরিবারের। গ্রাম্য পরিবেশে খেলার মাঠ , খেলার সামগ্রী ও খেলার পোশাকের যোগান পর্যন্ত ঠিকমতো পাননি তিনি। তবে তার পরিবার কখনও বাধার সৃষ্টি না করে খেলাধুলার ক্ষেত্রে যথাসাধ্য সহযোগিতা করেছেন তাকে। পাশাপাশি স্থানীয় ক্রীড়াপ্রেমীরা তার খেলাধুলার ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করেন বলে তিনি জানিয়েছেন। 

জানা গেছে, জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজ থেকে ফিজিক্যাল এডুকেশনে স্নাতক হয়ে বিপিএড করার জন্য কলকাতার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হন। 

কিন্তু এরপরেই ঘুরে যায় ভাগ্যের চাকা। বিপিএড সম্পূর্ণ করার আগেই ২০০৯ সালে তিনি কলকাতা পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন। খেলাধুলায় ভালো থাকার সুবাদে ২০১০ সালে সেখান থেকে তিনি ফুটবলে রেফারিং শুরু করেন। পরে ২০১৫ সালে সর্বভারতীয় রেফারি পরীক্ষায় তিনি দ্বিতীয় রেংক করে উত্তরবঙ্গের প্রথম জাতীয় স্তরের রেফারি হিসেবে নিজের নাম প্রতিষ্ঠা করেন। তিনি বি.সি. রয় ট্রফি , সন্তোষ ট্রফি , আই লিগ , ডুরান্ড কাপ , আইএসএল এর মতো জাতীয় স্তরে খেলায় রেফারিং করেন। বর্তমানে রাজবংশী সম্প্রদায়ের পাশাপাশি গোটা উত্তরবঙ্গের গর্ব দিপু রায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code