Latest News

6/recent/ticker-posts

Ad Code

Valentine's Day : ভালোবাসার দিনে কিছু জনপ্রিয় ভালোবাসার কবিতা রইলো আপনার প্রিয়জনের জন্য Digital Greetings

ভালোবাসার দিনে কিছু জনপ্রিয় ভালোবাসার কবিতা রইলো আপনার প্রিয়জনের জন্য   Digital Greetings 



ভালোবাসার কোন বিশেষ দিন হয় কি? না, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তো ভালোবাসারই। তবু কোন একটা দিনকে একটু বিশেষ ভাবে গুরুত্ব দিয়ে উদ্যা‌পন করা এতো আমাদের প্রথা। তাই প্রেমিক প্রেমিকার কাছে ১৪ ফেব্রুয়ারি একটু স্পেশাল বৈকি। 


জানা যায়, ২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন'স নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচারের অভিযোগে তৎকালীন রোম সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাকে বন্দী করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা বেড়ে যায়। আর তাই তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিন ১৪ই ফেব্রুয়ারি ছিল। অতঃপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেন্টাইন'স স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন' দিবস ঘোষণা করেন।


প্রেম তো কোনদিন দেশকালের বেড়াজাল মানে নি, তাই রোম নগরীর ভ্যালেন্টাইন দিবস আজ সারা বিশ্বে প্রেমিক-প্রেমিকাদের কাছে এক বিশেষ ভালোবাসার দিন হিসাবে রূপ পেয়েছে। 


আর এই ভালোবাসার দিনে কিছু জনপ্রিয় ভালোবাসার কবিতা রইলো আপনার প্রিয়জনের জন্য। 









একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code