Latest News

6/recent/ticker-posts

Ad Code

Madhyamik Exam 2022: শেষ মুহূর্তে জেনেনিন মাধ্যমিক পরীক্ষা সূচী ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

Madhyamik Exam 2022 Routine: শেষ মুহূর্তে জেনেনিন মাধ্যমিক পরীক্ষা সূচী ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

Madhyamik Exam 2022 Routine



মাধ্যমিক পরীক্ষা ২০২২ নিয়ে ছাত্র-অভিভাবকদের দাবী ছিলো নিজ বিদ্যালয়েই হোক পরীক্ষা, এমনকি দাবী ওঠে অনলাইন পরীক্ষারও । কিন্তু কোন দাবীই মানা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে গত নভেম্বর মাসে মাধ্যমিক পরীক্ষার যে পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হয়েছিল সেই মোতাবেক নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে গিয়েই দিতে হবে পরীক্ষা।

প্রসঙ্গত গত বছরের তুলনায় এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫০ হাজারেরও বেশি বৃদ্ধি পেয়েছে। গত বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৭৯ হাজার ৬৯৯ জন। এবছর ওই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১১ লক্ষ ২৮ হাজার ৯৪৮ ।


আসুন দেখে নেওয়া যাক এক নজরে মাধ্যমিক পরীক্ষার সময়সূচী-

৭ মার্চ, সোমবার,  প্রথম ভাষা

৮ মার্চ, মঙ্গলবার  দ্বিতীয় ভাষা

৯ মার্চ, বুধবার ভূগোল 

১১ মার্চ, শুক্রবার  ইতিহাস 

১২ মার্চ, শনিবার  জীবন বিজ্ঞান 

১৪ মার্চ, সোমবার গণিত 

১৫ মার্চ, মঙ্গলবার ভৌত বিজ্ঞান 

১৬ মার্চ, বুধবার ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

9 মন্তব্যসমূহ

  1. আমরা মানে মাধ্যমিক / উচ্চমাধ্যমিক 2022 এর স্টুডেন্টরা সারাবছর অনলাইনে ক্লাস করলাম। বইয়ের অর্ধেক অধ্যায় আমাদের পড়ানো হয়নি, আর বাকি গুলো যা পড়ানো হয়েছে সেগুলোও ধোঁয়াশায় ঢাকা। বছরের শুরু থেকে একদিনও আমরা স্কুলে যাইনি। সব কিছুই হয়েছে অনলাইনে। আর অনলাইন ক্লাস সব থেকে বড় সমস্যা ছিল network problem. শিক্ষকদের বাড়িতে WiFi/ Broadband আছে বলে তাদের নেট প্রবলেম হয়তো হতো না। কিন্তু আমাদের তো jio/artel/Vi এর নেট দিয়েই তো চলতে হতো। আর তাদের সেই 1.5GB/day. আর 40 minutes এর বড়জোর দুটো ক্লাস করা যেতো ওটা দিয়ে। তাই স্কুলএর সব ক্লাস করতে পারতাম না ঠিক মত। আর tuitionএর ক্লাস করার মতো কোনো data ই অবশিষ্ট থাকতো না।তার উপর offline exam. এটা অনেটা সেই পুকুরের জল দেখিয়ে সমুদ্রে ছেড়ে দেয়ার মতো। তার উপর বাড়িতে বাবা-মায়ের চাপ , টিচারদের চাপ। আচ্ছা আমরা তো স্টুডেন্ট, আমরা তো মানুষ, আমাদেরও ছোট সপ্ন থাকে। ইচ্ছে থাকে বেচেঁ থাকার। কিন্তু আমাদের ভালো থাকা তো দূরে থাক, বেচেঁ থাকার রসদ টুকুও হারিয়ে ফেলেছি। প্রতিবছর এত্তোগুলো student এর সুইসাইড করাও আপনাদের মনে একটু সহমর্মিতার উদ্রেক করতে পারেনি? একবারও ভাবায়নি যে কেন তারা এরকম সিদ্ধান্ত নেয়। তাহলে আরো বলছি, আমাদের এই ভারতবর্ষে প্রতি মিনিটে একজন করে আত্মঘাতী হয়। আর তাদের নোটের সারমর্ম এ এই exam preasure আর বাড়িতে বাবা - মায়ের preasure এর কথাই উঠে আসে। আচ্ছা আমরা স্টুডেন্ট বলে কি আমারাদের ভালো করে বেঁচে থাকার কোনো অধিকার নেই। নাকি শুধু চাপ নিয়ে অবসাদগ্রস্থ হয়ে হীনমন্যতায় বাঁচার অধিকার আছে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Actually আমাদের মতো স্টুডেন্টদের কথা সরকার বুঝতে চাইছে না ...যে আমাদের এখনও সিলেবাস কমপ্লিট হয়নি...আর আমরা অফলাইন এক্সাম কিভাবে দেবো?

      মুছুন

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code