স্কুল শিক্ষায় PPP মডেল সংক্রান্ত নির্দেশিকা বাতিল বলে জানালেন শিক্ষা সচিব

ছাত্রী



নিউজ ডেস্ক: বিতর্ক শুরু হতেই রাজ্যে স্কুল শিক্ষায় পিপিপি (PPP) মডেলের ভাবনা বাতিল (Reject) বলে জানাল শিক্ষা সচিব। বুধবার রাতে শিক্ষা সচিব মনীশ জৈন জানিয়েছেন, এর কোনও ভিত্তি নেই। শিক্ষায় যৌথ উদ্যোগের (PPP Model) জন্য তৈরি নীতি তৈরির ভাবনা সংক্রান্ত নির্দেশিকা বাতিল করা হয়েছে।


প্রসঙ্গত যে মুহূর্তে দীর্ঘ দুই বছর পর কচিকাঁচারা বিদ্যালয়ে আসতে শুরু করেছে, আবার পঠন পাঠন শুরু হচ্ছে বিদ্যালয়ে সেই মুহূর্তে বাইরে বেড়িয়ে আসে সরকারী বিদ্যালয় গুলি বেসরকারীকরণের পথে। রাজ্য সরকার শিক্ষাক্ষেত্র থেকে এবার হাত গুটিয়ে বেসরকারিকরণের পথে যাচ্ছে ! বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানিয়ে সরকারি শিক্ষাঙ্গনের জমি, বিল্ডিং সহ অন্যান্য পরিকাঠামো তুলে দেওয়া হবে। PPP মডেলে রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কীভাবে তুলে দেওয়া হবে তার জন্য খসড়া নীতি তৈরি করেছে রাজ্যের শিক্ষা দপ্তর। এমনই খবরে জেরবার হয় স্যোসাল মিডিয়া ।



এই নিয়ে প্রচন্ডরকম বিতর্ক তৈরি হয় স্যসাল মিডিয়ায়। বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে বিভিন্ন শিক্ষাবিদ এই নীতির তীব্র বিরোধিতা শুরু করেন । আর এই বিরোধিতা শুরু হতেই তরিঘড়ি PPP মডেল নিয়ে বার্তা দেন শিক্ষা সচীব মনিশ জৈন।