Madhyamik Exam 2022: মাধ্যমিক পরীক্ষার্থীদের এডমিট কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পর্ষদের

Madhyamik Exam 2022

আগামী ২৩ ফেব্রুয়ারী সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিভিন্ন ক্যাম্প অফিস থেকে বিদ্যালয়ের হাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) তুলে দেওয়া হবে বলে আজ  পর্ষদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। 

নোটিফিকেশনা বলা হয়েছে যদি এডমিট কার্ড সংক্রান্ত কোন সমস্যা থাকে তবে ৪ মার্চের মধ্যে তা রিজিওনাল অফিসে লিখিতভাবে জানাতে হবে। 



 
প্রসঙ্গত আগামী ৭ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক ২০২২ এর পরীক্ষা। গত বছরের তুলনায় এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫০ হাজারেরও বেশি বৃদ্ধি পেয়েছে। গত বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৭৯ হাজার ৬৯৯ জন। এবছর ওই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১১ লক্ষ ২৮ হাজার ৯৪৮ ।



আরও পড়ুনঃ শেষ মুহূর্তে জেনেনিন মাধ্যমিক পরীক্ষা সূচী ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য