Latest News

6/recent/ticker-posts

Ad Code

Justice For Sonu Kour: তেলেঙ্গানার প্রতিবাদের আঁচ পৌছালো আসানসোলে

সোনু কৌরকে ধর্ষণ করে মারার প্রতিবাদে বিক্ষোভ স্মারকলিপি জেলা শাসকের কাছে



সোনু কৌরকে ধর্ষণ



রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : তেলেঙ্গানার প্রতিবাদের আঁচ পৌছালো আসানসোলে। সোনু কৌর কে ধর্ষণ করে মারার প্রতিবাদে বিক্ষোভ স্মারকলিপি জেলা শাসকের কাছে। বৃহস্পতিবার সকালে আসানসোলের বার্ণপুর গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হয়।




প্রসঙ্গত, ১৪ বছরের সোনু কৌর হায়দরাবাদের কর্ণাটকের বাসিন্দা ছিল। গত ১৫ ফেব্রুয়ারি রাতে ৪ দুষ্কৃতী ১৪ বছরের সোনু কৌর কে ধর্ষণ করার পাশাপাশি বহুতল আবাসনের চার তল্লা থেকে নিচে ফেলে দেয়। আর তার প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ প্রদর্শন।




বার্ণপুর গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির একজনের বক্তব্য, ১৪ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই মেয়েটির পরিবার যখন তেলেঙ্গানা পুলিশকে সবটা জানায় তারা কোনো ব্যাবস্থা নেয়নি। পরে পুলিশ পরিবারের লোকেদের জানায় তারা একটি মৃতদেহ পেয়েছে। সেটিকে শনাক্ত করুক। পরিবারের সদস্যরা জানায়, এটি তাদেরই বাড়ীর মেয়ে। পুলিশ তদন্ত না করে সেই মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করে দেয় দোষীদের বাঁচাবার জন্য। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এতে পুলিশের ভূমিকা খুবই লজ্জাজনক। তাই আজকের এই প্রতিবাদ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code