Madhyamik Exam 2022: মাধ্যমিক পরীক্ষার্থীদের এডমিট কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পর্ষদের
আগামী ২৩ ফেব্রুয়ারী সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিভিন্ন ক্যাম্প অফিস থেকে বিদ্যালয়ের হাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) তুলে দেওয়া হবে বলে আজ পর্ষদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
নোটিফিকেশনা বলা হয়েছে যদি এডমিট কার্ড সংক্রান্ত কোন সমস্যা থাকে তবে ৪ মার্চের মধ্যে তা রিজিওনাল অফিসে লিখিতভাবে জানাতে হবে।
প্রসঙ্গত আগামী ৭ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক ২০২২ এর পরীক্ষা। গত বছরের তুলনায় এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫০ হাজারেরও বেশি বৃদ্ধি পেয়েছে। গত বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৭৯ হাজার ৬৯৯ জন। এবছর ওই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১১ লক্ষ ২৮ হাজার ৯৪৮ ।
14 মন্তব্যসমূহ
👍👍
উত্তরমুছুনGood information
উত্তরমুছুন👍👍
উত্তরমুছুনখুব ভালো সিধান্ত
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনgood news
উত্তরমুছুনভালো সিদ্ধান্ত
উত্তরমুছুন👍👍
উত্তরমুছুনImportant update
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনgood
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊