Madhyamik- Higher Secondary: মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় পিছানো সহ একাধিক দাবীতে মিছিল ও বিক্ষোভ





সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- দীর্ঘদিন করোনা অতিমারির জেরে পঠন পাঠন ছিল বন্ধ। সম্প্রতি রাজ্য সরকারের ঘোষণা মোতাবেক সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান চালু হয়েছে,এদিকে বিশ্বভারতীর পঠন-পাঠন ও স্বাভাবিক ছন্দে ফিরে আসে। 

কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হোস্টেল এখনো পর্যন্ত না খোলায় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বিশ্বভারতীর পড়ুয়াদের বলে দাবি। একই সাথে এদিন দাবি ওঠে অনলাইনে পড়িয়ে অফলাইনে পরীক্ষা নেওয়া যাবে না এবং মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় পিছাতে হবে। 

আজ বৃহস্পতিবার সকালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অফিস বলাকা গেটের থেকে ভাষা ভবন পর্যন্ত মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করে পড়ুয়ারা।

প্রসঙ্গত সবকিছু স্বাভাবিক হলেও শান্তিনিকেতনে পড়ুয়াদের প্রচুর চড়া দামে ঘর ভাড়া দিয়ে থাকতে হচ্ছে,এতেই নানা সমস্যার সম্মুখিন পড়ুয়ারা। এদিন শতাধিক স্নাতক স্তরের পড়ুয়ারা ভাষা ভবন গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।