বাংলা-বাংলাদেশ নিয়ে বইমেলার উদ্বোধনে আবেগে ভাসলেন মমতা, পাল্টে গেল সেন্ট্রাল পার্কের নাম
শুরু হল ৪৩ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। কলকাতা বইমেলায় এবারের থিম কান্ট্রি বাংলাদেশ। আজ বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দুপুর সাড়ে তিনটে নাগাদ বইমেলায় পৌঁছন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী সুজিত বসু, মালা রায় এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন প্রথমে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র স্টলের উদ্বোধন করেন তিনি।
বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা ও বাংলাদেশের আবেগে ভাসলেন তিনি। তিনি বলেন, “দুই দেশে কোনও বিভেদ নেই। তারা একে অপরের চিরসাথী। সীমানা দিয়ে দুই বাংলাকে আলাদা করা যায় না।” পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অত্যন্ত একবার বইমেলায় আসার আহ্বান জানান তিনি।
জানা গিয়েছে, এবার মোট ৬০০টি স্টল রয়েছে। লিটল ম্যাগাজিনের স্টল ২০০টি। মেলায় ঢোকা ও বেরোনোর জন্য মোট ৯টি তোরণ রয়েছে। যার মধ্যে তিনটি বঙ্গবন্ধুর লেখা বইয়ের আদলে। বঙ্গবন্ধুর নামে একটি গেট রয়েছে। সত্যজিৎ রায় (Satyajit Ray) ও অবনীন্দ্রনাথ ঠাকুরের নামেও রয়েছে গেট। একটি বিশ্ববাংলা গেটও রয়েছে।মেলার ২টি হলের নাম দেওয়া হয়েছে সুভাষচন্দ্র বসু ও ঋষি অরবিন্দর নামে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊