IPL MEGA AUCTION: IPL-র মেগা নিলামে দেখুন কলকাতা নাইটের পুরো টিম, দলে কারা?
ঈর্ষণীয় ব্যাটিং রেকর্ড থাকলেও সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে ও ধারাবাহিকতার অভাবে টেস্ট দলেও জায়গায় পান না রাহানে। সেই অজিঙ্ক রাহানেকে (Ajinkya Rahane) ১ কোটিতে তুলে নিল KKR কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।
বেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) রিটেন করেছে কেকেআর। রবিবার নিলামে রাহানেকে তুলে নেওয়ার পর মনে করা হচ্ছে তিনিই হয়তো আইয়ারের সঙ্গী ওপেনার।
মুম্বইয়ের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ১২ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করে কিনে নেয় কেকেআর। অন্যদিকে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়ক প্যাট কামিন্সকে (Pat Cummins) ৭ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নেয় কেকেআর।
কেকেআর (KKR)
নিলামে কেনা ক্রিকেটার-
- অজিঙ্ক রাহানে
- শ্রেয়স আইয়ার
- নীতীশ রানা
- প্যাট কামিন্স
- রিঙ্কু সিং
- শেলডন জ্যাকসন
- টিম সাউদি
- অ্যালেক্স হেলস
- মহম্মদ নবি
- উমেশ যাদব
- স্যাম বিলিংস
- চামিকা করুণারত্নে
- শিবম মাভি
- অনুকূল রায়
- অভিজিৎ তোমার
- অশোক শর্মা
- বাবা ইন্দ্রজিৎ
- প্রথম সিং
- রাসিক দার
- রমেশ কুমার
- আমন খান
রিটেন করা ক্রিকেটার –
- আন্দ্রে রাসেল
- সুনীল নারিন
- বরুণ চক্রবর্তী
- ভেঙ্কটেশ আইয়ার
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊