Latest News

6/recent/ticker-posts

Ad Code

IND vs WI T20I: ১০০তম ম‍্যাচ জিতে সিরিজ জয় ভারতের

IND vs WI T20I: ১০০তম ম‍্যাচ জিতে সিরিজ জয় ভারতের


India



ভারত - ওয়েস্ট ইন্ডিজ ৩ ম‍্যাচের টি২০ সিরিজে প্রথম ম‍্যাচে জয়ের পর দ্বিতীয় ম‍্যাচেও জয় লাভ করে সিরিজ পকেটে পুরল টিম ইন্ডিয়া। একটি ম‍্যাচ বাকি থাকতেই সিরিজ দখল ভারতের। এদিন ভুবির দুরন্ত বোলিং কোহলির হাফ সেঞ্চুরি ভারতকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।




টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড। ব‍্যাট করতে নেমে ১০ রানের মাথায় উইকেট হারায় ভারত। দুই রানে ফেরেন ঈশান। দ্বিতীয় ম্যাচে রোহিতকে সাজঘরে ফেরালেন রোস্টন চেজ। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৬০-২। রোস্টন চেজের বিরুদ্ধে ওভারের দ্বিতীয় বলে কোহলির ক্যাচ মিস করেন জেসন হোল্ডার। বল বাউন্ডারি পার করে ছক্কা হয় অর্ধশতরানও পূর্ণ করে ফেলেন তিনি। তবে দুই বল পরেই, বিশ্বরেকর্ডের চার রান আগেই বোল্ড হলেন কোহলি। ২০ নম্বরের ওভারের তৃতীয় বলে বেঙ্কটেশ আইয়ার ১৮ বলে ৩৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে আউট হন। পন্তের সঙ্গে মিলে পঞ্চম উইকেটে ৭৬ রান যোগ করেন আইয়ার। ২৮ বলে ৫২ রানে অপরাজিত থাকেন পন্থ। ১৮৬ রানে ইনিংস শেষ করে ভারত।




ক্যারেবিয়ানদের হয়ে ব্যাটিং-এর ওপেন করলেন ব্র্যান্ডন কিং ও কেইল মায়ের্স। পাওয়ার প্লের শেষ ওভারে প্রথম সফলতা পেল ভারত। চাহালের বলে ৯ রানে (১০ বলে) আউট হলেন কাইল মেয়ার্স। দুর্দান্ত ব্যাটিং নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়ালের। ব্যক্তিগত ৫০ রানের পাশাপাশি ১০০ রানের পার্টনারশিপও করেন দুইজনে।শেষ দুই ওভারে বদলে গেল সব হিসেব। ১২ বলে বাকি ছিল ২৯। ১৯তম ওভারে বল হাতে নিয়ে ম্যাচ ঘুরিয়ে দিলেন ভুবনেশ্বর কুমার। মাত্র চার রান দিয়ে তুলে নিলেন পুরানকে। ফলে শেষ ওভারে দরকার ছিল ২৫। হর্ষল প্যাটেল শেষ ওভারে দুটি ছয় খেলেন। নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটের বিনিময়ে ১৭৮ রানেই থেমে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code