Latest News

6/recent/ticker-posts

Ad Code

ICT computer teacher: ১৭১৯ টি বিদ্যালয়ে নিয়োগ, অনলাইনে শুরু হয়েছে আবেদন, জেনে নিন বিস্তারিত

computer teacher: ১৭১৯ টি বিদ্যালয়ে নিয়োগ, অনলাইনে শুরু হয়েছে আবেদন, জেনে নিন বিস্তারিত

ICT computer teacher


পশ্চিমবঙ্গের 1719 স্কুলে ICT computer teacher নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।  পুরুষ অথবা মহিলা সকলেই আবেদন করতে পারবেন।  পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ।  আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।

প্রসঙ্গত রাজ্যে 2019 সালে মোট 6500 কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং এখানো রাজ্যে অনেক বিদ্যালয় রয়েছে যেখানে কম্পিউটার শিক্ষকের পদ খালি রয়েছে, তাই আরও 1719 স্কুলে কম্পিউটার শিক্ষক (Computer Teacher) নিয়োগ করবে সরকার। 2019 সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যে নিযুক্ত কম্পিউটার শিক্ষকদের (ICT Computer Teacher) মাসিক সাম্মানিক 10,000 করে দেওয়া হয়।

শিক্ষাগত যোগ্যতা

যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাস হতে হবে সঙ্গে  এক বছরের কম্পিউটার দক্ষতার সার্টিফিকেট কোর্স থাকা বাধ্যতামূলক।

বয়স সীমা

 20 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।

মোট শূন্যপদ

রাজ্যজুড়ে মোট 1719 টি স্কুলে একজন করে নিয়োগ করা হবে। 

নিয়োগ পদ্ধতি

কম্পিউটারের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানা গেছে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে পড়ে বিস্তারিত তথ্য জেনে অনলাইনে আবেদন করুন। 

আবেদন করতে - http://recruitmentwbict.schoolnetindia.com/ এই লিঙ্কে ক্লিক করুন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code