মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে রাজভবনে দেখা করার অনুরোধ রাজ্যপালের
মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে রাজভবনে দেখার করার অনুরোধ জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন মুখ্যমন্ত্রী লেখা একটি চিঠি টুইট করেন রাজ্যপাল। আর সেখানে মুখ্যমন্ত্রীকে নিজের সময়মতো রাজভবনে ডেকেছেন রাজ্যপাল।
রাজ্যপাল চিঠিতে উল্লেখ করেছেন, ‘বৈধ বিষয়ে তোলা প্রশ্নের দীর্ঘসময় ধরে জবাব মিলছে না, এ ধরনের পরিস্থিতি সাংবিধানিক অচলাবস্থা তৈরি করতে পারে’ । তিনি লিখেছেন , ‘বেশ কিছু উদ্বেগজনক বিষয় নিয়ে অবিলম্বে আলোচনার দরকার’ ।
রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত। এর মাঝেই কিছুদিন আগেই এই সংঘাত চরম পর্যায়ে পৌছায়। আর যার প্রতিফলন দেখা যায় টুইটারে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠালেন রাজ্যপাল। এর প্রেক্ষিতে কী জবাব দেন মুখ্যমন্ত্রী সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
এর আগে ১২ ফেব্রুয়ারি, রাজ্যপাল স্থগিত করে দেন বিধানসভার অধিবেশন। ট্যুইটারে অর্ডার কপি শেয়ার করে একথা ঘোষণা করেন জগদীপ ধনকড় জানান, ' সংবিধানের ১৭৪ নম্বর ধারার ‘২’-এর উপ-দফা ‘ক’-তে দেওয়া ক্ষমতা প্রয়োগে, আমি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়, ১২ ফেব্রুয়ারি, ২০২২ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা স্থগিত করছি। '
1 মন্তব্যসমূহ
🤨🤨🤨
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊