20 Rupee Note: ‘রাশি বেওয়াফা হ্যায়’ ২০ টাকার নোটের এই লেখা ভাইরাল হয়!
বিশ্বজিৎ দাসঃ
২০ টাকার নোটের উপর ইংরেজি হরফে লেখা কয়েকটি হিন্দি শব্দ নিয়ে তোলপাড় নেটদুনিয়া। দু’দিন আগেই ভ্যালেন্টাইন্স ডে গিয়েছে। তার পরই ২০ টাকার নোটে একটি লেখা নিয়ে নেটাগরিকদের কৌতূহলের অন্ত নেই।
সেখানে লেখা হয়েছে 'রাশি বেওয়াফা হ্যায়’। নেটমাধ্যম জুড়ে এখন একটাই প্রশ্ন, ‘এই রাশি আবার কে?’ টুইটারে এই লেখা নিয়ে নানা রকম মিমের পাশাপাশি বেশ ট্রেন্ডও হয়েছে। এই লেখাই স্মৃতি উস্কে দিচ্ছে ২০১৬-য় এমনই একটি ভাইরাল হওয়া লেখা।
তখনও টাকার উপর লেখা ছিল ‘সোনম গুপ্ত বেওয়াফা হ্যায়’। কিন্তু সেই সোনম কে ছিলেন? তখন তাঁকে নিয়ে তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। কিন্তু সেই সোনমের রহস্য আড়ালেই থেকে গিয়েছে। সোনমের পর এ বার নতুন চরিত্র রাশি। এখন তাঁকে নিয়েই কাঁটাছেড়া চলছে। রসিকতা করে কেউ বলেছেন, এই রাশি কি সোনমের বোন? এখন নেটমাধ্যমে রাশিই যেন আলোচনার বিষয়বস্তু।
7 মন্তব্যসমূহ
জগতে শুধু ভাইরাল আর ভাইরাল 😊😀
উত্তরমুছুনরাশি bewafa hai 2
উত্তরমুছুনGood information
উত্তরমুছুন😂😂 ajob jinis
উত্তরমুছুনভাইরাল ই ভাইরাল 😄
উত্তরমুছুনajob 😂
উত্তরমুছুন😂😂😂
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊