বিশ্ব ইতিহাসে প্রথমবারের মতন ভিয়াতনাম মহিলা ফুটবল দল

Vietnam




বিশ্ব ইতিহাসে প্রথমবারের মতন ভিয়াতনাম মহিলা ফুটবল দলকে এই প্রথম ফিফা মহিলা বিশ্বকাপের (FIFA Women's World Cup) মূলপর্বে খেলতে দেখা যাবে ।

পুণের ডি ওয়াই পাতিল স্টেডিয়া মে আয়োজিত প্লে অফ ম্যাচে চাইনিজ তাইপেকে ২-১ গোলে হারিয়ে ২০২৩ ফিফা মহিলা বিশ্বকাপে (2023 FIFA Women's World Cup) খেলার ছাড়পত্র অর্জন করে নিয়েছে ভিয়েতনাম (Vietnam)।

Vietnam


প্রসঙ্গত আগামী বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে আয়োজিত হতে চলা মহিলাদের বিশ্বকাপের মূলপর্বে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ৩২ করা হয়েছে। আয়োজক অস্ট্রেলিয়া সহ এশিয়া থেকে মোট ৬টি দেশ মূলপর্বে খেলবে।

এশিয়া থেকে মহিলাদের বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতাঅর্জন করেছে জাপান, দক্ষিণ কোরিয়া, চিন, ফিলিপিন্স ও ভিয়েতনাম।