প্রার্থী বদলের দাবিতে আন্দোলন, কাটমানির দ্বন্দ্ব দাবি বিজেপির, আশা আকাঙ্খার আন্দোলন দাবি তৃণমূলের






এলাকা উন্নয়ন না করা, খুনীদের সঙ্গ দেওয়া, নিজের পরিবারের লোকজন দের সুবিধা পাইয়ে দেওয়া সহ একাধিক অভিযোগ তুলে প্রার্থী পরিবর্তনের দাবীতে ফের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বর্ধমান 19 নং ওয়ার্ডের নতুন গঞ্জ কাঁসারি পট্টি এলাকায়।প্রার্থী পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলনে যাবার হুমকি তৃণমূলের অপর গোষ্ঠীর।



পৌর নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে প্রকাশ হয় বর্ধমান পৌরসভার প্রার্থী তালিকা।প্রার্থী তালিকা প্রকাশের পরই প্রার্থী পরিবর্তনের দাবীতে, রনক্ষেত্রর চেহারা নেয় বর্ধমান পৌরসভার বিভিন্ন এলাকায়।প্রার্থী পরিবর্তনের দাবীতে বর্ধমান পৌরসভার 19 নং ওয়ার্ডের নতুন গঞ্জ কাঁসারি পট্টি এলাকায় রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বর্ধমান পৌরসভার 19 নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা।




এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বলে দাবী করেন ভারতীয় জনতা পার্টির পূর্ব বর্ধমান জেলা সহ সভাপতি ডাক্তার এস আর ব্যানার্জি।তিনি বলেন এটা পুরসভার কাটমানি খাওয়ার দ্বন্দ।




যদিও এই অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস।তিনি বলেন এটা এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষার জন্য এই আন্দোলন।