Latest News

6/recent/ticker-posts

Ad Code

হিমঘরে আলু রাখার বন্ড না পেয়ে কৃষকদের পথ অবরোধ-বিক্ষোভ

হিমঘরে আলু রাখার বন্ড না পেয়ে কৃষকদের পথ অবরোধ-বিক্ষোভ





সংবাদ একলব্যঃ 
বৃহস্পতিবার সকাল থেকে আলু চাষীদের পথ অবরোধ এবং বিক্ষোভের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

জলপাইগুড়ি শহর থেকে কিছুটা দূরে অবস্থিত বাহাদুরে জলপাইগুড়ি চাউলহাটি রাস্তা অবরোধ করেন বন্ড না পাওয়া কয়েক শো কৃষকর। এক কৃষক বলেন হিমঘরে আলু রাখার বন্ড নিতে আমরা এসেছিলাম তবে এসে শুনি অর্ধেক বন্ড জেলা পরিষদের হাতে বাকি অর্ধেক স্টোর মালিকের হাতে , তাহলে আমাদের মত সাধারণ আলু চাষীরা আলু কি করে হিমঘরে রাখবো।

অপরদিকে আরেক আলু চাষি ক্ষোভের সঙ্গে জানান, যারা আলু চাষী নয় তাদেরও বন্ড দেওয়া হবে, এতে প্রকৃত কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে এবং ফসলের ন্যায্য মূল্য আমরা পাবো না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code