Latest News

6/recent/ticker-posts

Ad Code

Share Market: রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হতেই শেয়ার বাজারে ধ্বস, চিন্তায় বিশ্ব বাজার

Russo-Ukrainian Crisis: রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হতেই শেয়ার বাজারে ধ্বস (stock market crash), চিন্তায় বিশ্ব বাজার


Share Market




Sangbad Ekalavya: ভারতীয় সময় সকাল সাড়ে ৮টা নাগাদ টেলিভিশন বার্তায় ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে মধ্যরাতে জাতির উদ্দেশে ভাষণে জেলেন্‌স্কি বলেন, ‘‘ইউরোপে একটা বিরাট যুদ্ধ শুরু করতে চলেছে রাশিয়া। রুশ জনতার কাছে আবেদন, আপনারা এই নিষ্ঠুর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান।’’এর পরেই ধস নামল ভারত সহ বিশ্বের প্রায় প্রতিটি শেয়ার বাজারে (Share Market)।






ভারতে সেনসেক্সের (Sensex) পতন প্রায় দেড় হাজার পয়েন্ট। নিফটিও প্রায় ৬০০ পয়েন্ট কমে নেমে গিয়েছে সাড়ে ১৬ হাজারের ঘরে। এদিন সকাল ৯টা ১৯ মিনিটে বিএসই সেনসেক্স-এর ২.৫৫ শতাংশ পতন নথিভুক্ত হয়।


রাশিয়ার (Russia) এই আক্রমণের সাথে সাথে বিরাট প্রভাব পড়তে চলেছে গোটা বিশ্বে বাজারেই (Global Market)। এদিন সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে মাথায় হাত পড়ে লগ্নিকারীদের। বাজারে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। ফলে বাজার থেকে টাকা তুলে নিতে চাইছেন লগ্নিকারীরা। যার দরুন সকালেই প্রায় দু’হাজার পয়েন্ট পড়েযায় সেনসেক্স (Sensex)।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code