Latest News

6/recent/ticker-posts

Ad Code

Russia attacks Ukraine: ইউক্রেনের নাগরিকদের অস্ত্র কেনার ভিড় দোকানে দোকানে

ইউক্রেনের নাগরিকদের অস্ত্র কেনার ভিড় দোকানে দোকানে 

basic weapons handling
People attend an open training session organised for civilians by war veterans and volunteers who teach basic weapons handling and first aid on one of Kiyv's city beaches. Photograph: Genya Savilov/AFP/Getty Images


মধ্যরাতে জাতির উদ্দেশে ভাষণে জেলেন্‌স্কি বলেন, ‘‘ইউরোপে একটা বিরাট যুদ্ধ শুরু করতে চলেছে রাশিয়া। রুশ জনতার কাছে আবেদন, আপনারা এই নিষ্ঠুর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান।’’ আর হলও তাই। ইতিমধ্যে ইউক্রেনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে রাশিয়া।


Ukrainians attend an open military training
Ukrainians attend an open military training session in Kyiv. Photograph: Sergei Chuzavkov/Sopa Images/Rex/Shutterstock




এদিকে ইউক্রেনে জারি করা জরুরি অবস্থার মধ্যেই দেশটির পার্লামেন্টে একটি খসড়া আইনে নাগরিকদের অস্ত্র কেনা এবং বহন করার অনুমতি দেয়া হয়েছে। এর আগে, ইউক্রেনে অস্ত্র নিয়ে ঘরের বাইরে বের হওয়ার ব্যাপারে ছিল নিষেধাজ্ঞা। তবে ইউক্রেনের অধিকাংশ নারী এবং পুরুষ বিদ্যালয়ে থাকতেই গুলি করা শেখে।

Ukrainians attend an open military training
Guns for sale at a Kyiv shop. Photograph: Chris McGrath/Getty Images


দ্যা গার্জিয়ান সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে কিয়েভে রুশ আক্রমণের শঙ্কা দানা বাঁধতেই দেশটির নাগরিকদের মধ্যে অস্ত্র কেনার বিশেষ তৎপরতা দেখা যায়। জানা গেছে, অস্ত্রের দোকানগুলোতে সব এ আর-১০ এবং এ আর-১৫ অ্যাসল্ট রাইফেল বিক্রি হয়ে গেছে।

তবে শুধু অস্ত্র কেনাই নয় সরকারিভাবে অস্ত্রের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে অস্ত্র ক্রেতাদের। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code