Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটার ভাইরাল হওয়া ছাত্রের শিক্ষার দায়িত্ব কাঁধে তুলে নিলেন চিকিৎসক অজয় মণ্ডল

দিনহাটার ভাইরাল হওয়া ছাত্রের শিক্ষার দায়িত্ব কাঁধে তুলে নিলেন চিকিৎসক অজয় মণ্ডল

চিকিৎসক অজয় মণ্ডল



গত কয়েকদিন আগে শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয়। আর এই পাড়ায় শিক্ষালয়ে আস্তে আস্তে হাজির হচ্ছে ক্ষুদে পড়ুয়ারা। কোচবিহার জেলার দিনহাটায় এমনই এক পাড়ায় শিক্ষালয়ে এক ছাত্র রবীন্দ্রসঙ্গীতের তালে নেচে ভাইরাল হয়ে যায়।

প্রণব বর্মণ বর্তমানে চতুর্থ শ্রেণির ছাত্র। তার বিদ্যালয়ের শিক্ষক মিহির সরকার, সমীর রায় জানান দ্বিতীয় শ্রেণির পর তেমন ভাবে ক্লাস হয়নি। দীর্ঘ দুই বছর পর যখন পুনরায় ক্লাস শুরু হয় তখন অন্যান্য ছাত্রের মতন প্রণবকেও জিজ্ঞাসা করা হয় এই দুই বছরে সে কি কি শিখেছে। তখন সে জানায় সে নাচ করবে। আর সেই নাচের ভিডিও মোবাইলে ধারণ করে স্যোসাল মিডিয়ায় শেয়ারের পরই ব্যাপক সাড়া পরে যায়।

চিকিৎসক অজয় মণ্ডল



শিক্ষক মিহির সরকার জানান- কলকাতা, আসাম প্রভৃতি জায়গা থেকে অনেকে ফোনে যোগাযোগ করেছেন। কয়েকজন আর্থিক সহযোগিতাও করেছেন প্রণবের পরিবারের আর্থিক অবস্থার কথা শুনে। দিনহাটা থেকে চিকিৎসক অজয় মণ্ডল আসেন। তিনি প্রণবের পড়াশুনার দায়িত্ব গ্রহণ করেছেন।

চিকিৎসক অজয় মণ্ডল বলেন- "আজ গেছিলাম প্রনবের বাড়ি। খুব কষ্টে আছে ও । ওর বাবা পেশায় রাজমিস্ত্রী । মাসিক আয় সেরকম বলতে নেই । নুন আনতে পান্তা ফুরাই অবস্থা । মাটির মেঝে ও টিনের চালের বাড়িতে থাকে ও । অভাব নিত্যসঙ্গী ওর । তাও প্রনবের মুখে সবসময় হাসি লেগে থাকে । ও খুব সুন্দর নাচে সাথে অত্যন্ত মেধাবী । ও বড় হয়ে ডাক্তার হতে চায় । যদি ওকে সঠিক গাইড করা যায় । অনেক বড় জায়গায় যাবে ও ডাক্তার হতে পারবে । ওকে দেখে আমার ছেলেবেলার কষ্টের দিনগুলি মনে পড়ে যায় । বই কিনতে পারিনি , টিউশন মাস্টার ছিলোনা আমার । ওর ও সেই একই দুরবস্থা । তাই ওর পাশে আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার দায়িত্ব নিলাম ।"


একটি মন্তব্য পোস্ট করুন

14 মন্তব্যসমূহ

  1. এরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবার জন্য আন্তরিক ভালোবাসা জানাই ।

    উত্তরমুছুন
  2. परोपकार्थाय इदं शरीरम्। धन्यवादः ड. अजय मन्डलः

    উত্তরমুছুন
  3. গরীবের ভগবান ডাক্তার অজয় মন্ডল

    উত্তরমুছুন

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code