Budget 2022: এবারের বাজেটে অপরিবর্তিত আয়কর!
মঙ্গলবার বাজেট পেশ করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটের একটি গুরুত্বপূর্ণ দিক হল কর বা ট্যাক্স। সকলের নজর ট্যাক্সের দিকে। তবে বাজেটে অপরিবর্তিত আয়কর কাঠামো। একই থাকছে ব্যক্তিগত কর কাঠামো। কো-অপারেটিভ সোসাইটির সারচার্জ কমানো হচ্ছে। জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
‘আমরা কর ব্যবস্থাকে আরও সরলীকরণ করার চেষ্টা করা হচ্ছে’
‘করদাতারা ২বছর পর আপডেটেড রিটার্ন ফাইল করতে পারবেন’
‘বকেয়া কর দেওয়ার জন্য করদাতা দুবছর সুযোগ পাবেন’
‘কো-অপারেটিভ সোসাইটির সারচার্জ কমানো হচ্ছে’
‘বিশেষভাবে সক্ষম মানুষের করছাড়ের পরিমাণ বাড়ানো হচ্ছে’
‘কো-অপারেটিভ ট্যাক্স ১৮ শতাংশ থেকে কমে ১৫ শতাংশ করা হল’
' করব্যবস্থাকে সহজ করার চেষ্টা করছি '
' সার চার্জ কমানো হচ্ছে গ্লোবাল ট্রানস্যাকশনের উপর । '
'স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যায়কে বিজনেস এক্সপেন্স হিসেবে দেখানো যাবে না। '
জিএসটি-তে বিরাট উন্নতি সরকার করতে পেরেছে।
জিএসটির চ্যালেঞ্জ কাটানো সম্ভব হয়েছে। সম্পূর্ণ তথ্য প্রযুক্তি দ্বারা চালিত ব্যবস্থা শুরু করা গিয়েছে।
Gross GST Collection জানুয়ারি ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা আয়
এসইজেড - ক্ষেত্রে কিছু সংষ্কার দরকার। পুরোটাই এবার হবে প্রযুক্তি দ্বারা চালিত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊