তিনদিনের বিজ্ঞান বিষয়ক সেমিনার
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর:-
বর্তমান সময়ে গৃহ সজ্জার একটা প্রবণতি দেখা যায় অনেকের মধ্যে। কেউ বাজার থেকে গৃহসজ্জার জন্য প্লাস্টিকের ফুল,গাছ,পাখি,প্রজাপতি সহ নানা ধরনের জিনিস পত্র কিনে এনে ঘড় সাজাচ্ছেন।আবার স্কুলে যখন ছাত্র ছাত্রীদের হাতের কাজ দেওয়া হয় তারা আবার বাজার থেকে কিনে এনে বা অন্য কারো তৈরী করা হাতের কাজ স্কুলে প্রদর্শন করে।কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছু ফেলে দেওয়ার জিনিষ দিয়ে যে গৃহসজ্জার নানা ধরণের জিনিস পত্র তৈরী করা যায় সেবিষয়ে হয়তো অনেকেই জানে না। আর এটাও যে একটা বিজ্ঞান সেবিষযেও হয়তো অনেকের ধারনা নেই।তাই আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট ফেলে দেওয়া জিনিস পত্র দিয়ে কি ভাবে টিচিনেটস তৈরী করা যায় সে বিষয়ে পারদর্শী করতে উদয় পল্লী শিক্ষা নিকেতন হাই স্কুলে জেলার 56 জন বিজ্ঞান শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি বিজ্ঞান বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে।
এই সেমিনারটি চলবে তিন দিন।এই সেমিনার থেকে শিক্ষক শিক্ষিকারা জ্ঞান অর্জন করে আগামী দিনে স্কুলের ছাত্র ছাত্রীদের শিক্ষা প্রদান করতে পারবেন।যাতে স্কুলের হাতের কাজ তারা নিজেরাই করতে পারে।
প্রদীপ প্রজ্বলিত করে তিন দিনের সেমিনারে উদ্বোধন করেন বিধায়ক খোকন দাস। এছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন উদয় পল্লী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা।
প্রধান শিক্ষক ডক্টর গোপাল ঘোষাল বলেন, ভারত সরকারের একটি স্কিম সাইন্স অব টেকনোলজি।এখানে তিনদিনের একটি টিচিনেস নিয়ে আলোচনা করাহবে।আমাদের মেন উদ্দেশ্য ছাত্র ছাত্রীরা তারাও এবিষয়ে উপকৃত হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊