স্ত্রী ও পুত্র সন্তান সহ বাংলাদেশী ব্যাক্তিকে আটক করল BSF
সমীর হোসেন, সাহেবগঞ্জঃ
বিএসএফ ১২৯ নম্বর ব্যাটেলিয়ান সূত্রে জানা গিয়েছে রবিবার রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিট নাগাদ ভারত বাংলাদেশ ধরলা সীমান্তে বিএসএফের হাতে আটক হয় রিয়াজুল ইসলাম নামের বছর ২৮ এর এক ব্যাক্তি সহ তার নাবালিকা স্ত্রী ও পুত্র সন্তান।
সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার সময় তিনজনকেই আটক করে বিএসএফ। আটক বাংলাদেশী ব্যাক্তি রিয়াজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে হরিয়ানা রাজ্যে কাজ করতে যাবেন। সেই কারণেই তারা চোরাপথে সীমান্ত পেরিয়েছেন।
রিয়াজুল আরও জানান তার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার উত্তর কুটিচন্দ্রখানা গ্রামে। রবিবার রাত ১১ টা নাগাদ আটক বাংলাদেশী ব্যাক্তি রিয়াজুল,নাবালিকা স্ত্রী সহ পুত্র সন্তান তিনজনকেই বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে রবিবার রাত ১১ টা ৫০ মিনিট নাগাদ সাহেবগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয় বিএসএফ এর তরফে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊