Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking: ভোটের আগেই বহিরাগতদের আগমন আসানসোলে, অভিযোগ বিজেপির

Asansol Municipal Corporation election: ভোটের আগেই বহিরাগতদের আগমন আসানসোলে অভিযোগ বিজেপির

Asansol Municipal Corporation election



রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-


আসানসোলের ঘাঁঘরবুড়ি মন্দির এলাকায় একটি লজে বহিরাগত লুকিয়ে রয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি । ঘটনা আসানসোল উত্তর থানার ঘাঁঘরবুড়ি মন্দির সংলগ্ন এলাকায় । ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা এলাকায় ।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বিশাল পুলিশ বাহিনী । খবর যায় বিজেপি নেতৃত্বদের কাছে ঘটনাস্থলে ছুটে আসে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি, বিধায়ক অগ্নিমিত্রা পাল , অজয় পোদ্দার, সহ বিজেপি নেতৃবৃন্দ ।


জিতেন্দ্র তেওয়ারির অভিযোগ বাইরে থেকে বহিরাগত লোক এনে এই লজে রাখা হয়েছে ভোটে অশান্তি করার জন্যে, সাংবাদিক দের তিনি বলেন যে লজে লাইট নেই চেয়ার নেই টেবিল নেই সেই অন্ধকার লজে বহীরাগতরা লুকিয়ে আছে ভোট লুঠ করার পরিকল্পনা করছে আমরা পুলিশকে বলেছি ।


বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন আসানসোল সাউথ থানায় ২০০ বহীরাগত রয়েছে বিভিন্ন লজে এছাড়াও রানীগঞ্জ জামুরিয়া অঞ্চলের বিভিন্ন লজে বহীরাগতরা রয়েছে, বিধায়ক বলেন এই অন্ধকার লজে বহীরাগতরা রয়েছে জিগ্যেস করলে বলছে বিয়েবাড়িতে এসেছি অথচ কোনো পরিচয় পত্র দেখাতে পারছেনা। তিন বলেন এখন কোনো বিয়ের অনুষ্ঠান নেই এরা এসেছে ভোটে রিগিং করতে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code