আজ শেষযাত্রায় সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay), আগামীকাল শেষকৃত্য বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri)

Sandhya Mukhopadhyay



Lata Mangeshkar , তারপর Sandhya Mukhopadhyay, আর আজ Bappi Lahiri- বাংলা সঙ্গীত জগতে অসীম শূন্যতা।


আজ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের পর কিংবদন্তী শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য রবীন্দ্র সদনে শায়িত রাখা হয়।


আজ উত্তরবঙ্গ থেকে ফিরে সেখানেই শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।


অপরদিকে আজ মৃত সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ির শেষকৃত্য সম্পন্ন হবে আগামীকাল। সংবাদ সংস্থা ANI- এর তথ্যঅনুসারে, আগামী কাল ১৭ ফেব্রুয়ারি প্রয়াত শিল্পীর শেষকৃত্য (Bappi Lahiri Funeral) সম্পন্ন হবে। বাপ্পি লাহিড়ির পরিবার সূত্রেই এই খবর মিলেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা।