Latest News

6/recent/ticker-posts

Ad Code

TMC: তৃণমূল কংগ্রেসের কর্মসমিতির কে, কোন পদে, দেখেনিন তালিকা

TMC Working Committee :তৃণমূল কংগ্রেসের কর্মসমিতির কে, কোন পদে- দেখেনিন তালিকা 

তৃণমূল কংগ্রেস কর্মসমিতি


কলকাতা, ১৮ ফেব্রুয়ারি: গত শনিবার কালীঘাটে জরুরি বৈঠক করেছিলেন মমতা। সেই বৈঠকেই দলের জাতীয় কর্মসমিতির ১৯ জন্য সদস্য়দের নামও ঘোষণা করেছিলেন তিনি। এবার দলের কর্মসমিতির কে, কোন পদে থাকবেন, তাও চূড়ান্ত হয়ে গেল।




তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ফের বহাল অভিষেক বন্দ্য়োপাধ্যায়। দলের সহ-সভাপতি হলেন যশোবন্ত সিনহা, সুব্রত বক্সি ও চন্দ্রিমা ভট্টাচার্য। কোষধ্যক্ষ অরূপ বিশ্বাস।




কর্মসমিতিতে অন্যান্য পদাধিকারীরা-

সমন্বয়কারী- ফিরহাদ হাকিম
জাতীয় মুখপাত্র-সুখেন্দুশেখর রায়
রাজ্যসভার মুখপাত্র-সুখেন্দুশেখর রায়
লোকসভার মুখপাত্র-কাকলি ঘোষদস্তিদার
আর্থিক ও বিদেশ নীতির খসড়া তৈরি- যশোবন্ত সিনহা, অমিত মিত্র-সহ বেশ কয়েকজন
উত্তর-পূর্বের রাজ্যগুলির দায়িত্বে- সুম্মিতা দেব, মুকুল সাংমা ও সুবল বণিক


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code