Latest News

6/recent/ticker-posts

Ad Code

Russo-Ukrainian Crisis: ইউক্রেনে বিশেষ সেনা অভিযান রাশিয়ার, দেশজুড়ে জরুরী অবস্থা ঘোষণা ইউক্রেনের

Russo-Ukrainian Crisis: বিশেষ সেনা অভিযান রাশিয়ার, দেশজুড়ে জরুরী অবস্থা ঘোষণা ইউক্রেনের

Russo-Ukrainian Crisis
pic source: rferl



ইউক্রেনের ভূখণ্ডে শুরু হয়ে গেল রাশিয়ার সেনা অভিযান। ইউক্রেনের সেনাকে অস্ত্র ছাড়ার কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবাদ সংস্থা এএফপি-র দাবি, রুশ সেনা ইতিমধ্যেই ডনবাস এলাকায় সামরিক অভিযান শুরু করে দিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ইউক্রেনের বিভিন্ন প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।


মধ্যরাতে জাতির উদ্দেশে ভাষণে জেলেন্‌স্কি বলেন, ‘‘ইউরোপে একটা বিরাট যুদ্ধ শুরু করতে চলেছে রাশিয়া। রুশ জনতার কাছে আবেদন, আপনারা এই নিষ্ঠুর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান।’’


এরই মধ্যে, ইউক্রেনে জরুরি অবস্থা ঘোষণা করেছেন জেলেন্‌স্কি। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ ইউক্রেন-রাশিয়া সঙ্কট নিয়ে জরুরি বৈঠকে বসেছে। সেখানেও হামলা অবশ্যম্ভাবী বলে মনে করা হয়েছে।

ইউক্রেনের আইনপ্রণেতারা বৃহস্পতিবার থেকে শুরু হওয়া 30 দিনের জন্য দেশব্যাপী জরুরি অবস্থা জারি করার জন্য রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির আদেশ অনুমোদন করেছেন।


রাষ্ট্রপুঞ্জের প্রধান ইতিমধ্যেই পুতিনকে অনুরোধ করেছেন সেনা আগ্রাসন বন্ধ করতে। যদিও সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, ডনবাস এলাকায় বিশেষ অভিযানে এখনও অনড় পুতিন।

এদিকে, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে এবং মস্কো ইউক্রেনে তার দূতাবাস প্রাঙ্গণ খালি করেছে এবং কূটনৈতিক কর্মীদের সরিয়ে নিয়েছে। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মস্কো (রাশিয়া) সফর প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, "ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডে আপত্তি জানানো প্রত্যেক দায়িত্বশীল দেশের দায়িত্ব।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code