উত্তরবঙ্গে বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, জানালো IMD
শীতের হাড়কাঁপুনীর মধ্যেই বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাতের পূর্বাভাস (Rain Forecast Bengal) জারি করলো IMD, IMD এর পক্ষথেকে জানানো হয়েছেচ, ফের রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া দফতর (India Meteorological Department) জানিয়েছে, আগামী সোম-মঙ্গলবার গোটা রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহায়ার পূর্বাভাস বলছে, সপ্তাহশেষেই আবহাওয়ার অবনতি ঘটতে চলেছে। অর্থাৎ শনি ও রবিবার থেকেই হাল্কা বৃষ্টির (Rain Forecast Bengal) সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। ২১ তারিখ দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে (Rain Forecast Bengal)। ২২ তারিখ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা (West Bengal Weather Update) । অন্যান্য জেলাগুলোয় ২১ এবং ২২ তারিখ আংশিক মেঘলা আকাশ থাকবে।
আবহাওয়া দফতর (India Meteorological Department) জানিয়েছে, উত্তরবঙ্গে শুক্রবার থেকেই শুরু হবে বৃষ্টি। দার্জিলিং কালিম্পং এ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্রবার থেকেই। উত্তরবঙ্গের (north bengal weather) ক্ষেত্রে আগামী ৪৮ ঘন্টা শুষ্ক আবহাওয়া থাকবে। ২০ তারিখ দার্জিলিং, কালিম্পং জেলায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির (Rain Forecast Bengal) সম্ভাবনা রয়েছে।
#weatherupdate #weather #rainfall pic.twitter.com/8fKno0jVlz
— SangbadEkalavya (@sangbadekalavya) January 20, 2022
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊