করোনা টেস্ট করালে যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব কি পুলিশ নেবে- বিড়ম্বনায় পুলিশ

করোনা টেস্ট



করোনা টেষ্ট করাতে একাধিক মানুষের সাথে ঝামেলায় জড়ালেন পুলিশ। বুধবারের ঘটনা। এই দিন সকালে দিনবাজার এলাকায় করোনায় একাধিক পথ চলতি মানুষ মাস্ক না পড়ায় পুলিশ তাঁদের করোনা টেস্ট করতে বলেন, কিন্তু পথ চলতি মানুষ করোনার টেস্ট করাতে অনিচ্ছা প্রকাশ করে।

কখনো কখনো তর্ক বেঁধে যায় পুলিশের সাথেও । ফলে এক রকম বিড়ম্বনায় পড়ে পুলিশ কর্মীরা।

জানা গিয়েছে, জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে জলপাইগুড়ি দিনবাজার সংলগ্ন এলাকায় রেপিড এন্টিজেন টেস্ট করা হয়। এলাকায় যেসব লোক মাক্স না পড়ে কোভিড বিধিকে মান্যতা না দিয়ে চলাচল করছে তাদের পৌরসভার উদ্যোগে এই রেপিড এন্টিজেন টেস্ট করা হয়।

টেস্ট করালে যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব কি পুলিশ নেবে- এমন প্রশ্নও তোলেন পথ চলতি সাধারণ মানুষ। আসুন দেখে নেওয়া যাক সেই ভিডিও-