পৌরনিগম নির্বাচনের দেওয়াল লিখন করে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের (TMC) অভিজিৎ ঘটক (AVIJIT GHATAK) 

AVIJIT GHATAK


রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-

রাজ্যে পৌর নিগম নির্বাচনী নির্ঘণ্ট বেজে যাওয়ার পরেই নিজেদের দলের জন্য প্রচার শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। গত বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম ঘোষনা করেছে। ইংরেজি নতুন বছরের প্রথম দিন সাথে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ও ৫০ নম্বর ওয়ার্ডের প্রার্থী অভিজিৎ ঘটকের জন্মদিন। আর এদিন সকালে নিজে হাতে দেওয়াল লিখন করে প্রচার শুরু করলেন তিনি।

আজ ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই আসানসোল পুরনিগমের ৫০ ওয়ার্ড চেলিডাঙা অঞ্চলে নিজের হাতে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করে বিদায়ী পুরপিতা অভিজিৎ ঘটক এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন অঞ্চলের প্রতিটি মানুষকে নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানান ৷ 

তিনি আরও বলেন, এলাকায় সারা বছর ধরেই মানুষের পাশে থেকে তিনি সামাজিক উন্নয়ণ মূলক ও পুরনিগমের পরিষেবা ভিত্তিক কাজ গুলি করে থাকেন ৷ শুধু তাই নয় তৃণমূলের জমানায় আসানসোলের মানুষ নতুন জেলা ,বিশ্ববিদ্যালয় , জেলা আদালত মহিলা থানা যুব আবাসন থেকে বহু কিছু পেয়েছে ৷ যা এক কথায় বলে শেষ করা সম্ভব নয় ৷ সাধারণ মানুষও তৃণমূলের সাথেই আছে ৷ তাই আসন্ন পুর নির্বাচনে শুধু তিনি নন, ১০৬ টি ওয়ার্ডের সমস্ত তৃণমূল প্রার্থীরাই জয়ী হবেন ৷