ভয়াবহ ট্রেন দুর্ঘটনা জলপাইগুড়ির দোমহনিতে
উত্তর মোয়ামারি'তে (ময়নাগুড়ি'র) বিকানির-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে।
নিহত ও আহতের সংখ্যা প্রচুর। এখনো পর্যন্ত আহত-নিহতের সংখ্যা জানা সম্ভব হয়নি।
৪ থেকে ৫ টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে পরে। উদ্ধারকারী টিম, স্থানীয় পুলিশ পৌঁছে গেছে ঘটনাস্থলে।
স্থানীয় লোকজনও উদ্ধারকার্যে হাত লাগিয়েছে। দুর্ঘটনার সঠিক কারন এখনো পর্যন্ত জানা যায়নি।
কোচবিহার ডি আর এম থেকেও উদ্ধারকারী টিম ইতিমধ্যে রওনা দিয়েছে উদ্ধারকার্যে ।
এদিন বৃহস্পতিবার ৫ টা নাগাদ ময়নাগুড়ির দোমোহানি দিয়ে যাচ্ছিল ১৫৩৬৬ আপ বিকানের এক্সপ্রেস। জানা গিয়েছে, ৪০ কিলোমিটার বেগে যাচ্ছিল গাড়িটি। আচমকাই লাইনচ্যুত হয় ট্রেনটির চারটি বগি। তিনটি বগি একেবারে উলটে যায়। একটি বগির উপর উঠে যায় আরেকটি। শোনা যাচ্ছে, জলে পড়ে গিয়েছে একটি বগি। ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ১২ টি কামরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
9 মন্তব্যসমূহ
😰😰😰
উত্তরমুছুনমর্মান্তিক
উত্তরমুছুন😲😲
উত্তরমুছুনখুবই দুঃখ জনক ঘটনা
উত্তরমুছুন😓😓😓😓 আমি নিজেই আজ কোলকাতা থেকে আসলাম ওই রাস্তা দিয়ে।। এবং পুন্ডিবারী স্টেসনে প্রায় 2ঘন্টা লেট করেছিল উওর বঙ্গ এক্সপ্রেস।।
উত্তরমুছুন😥😥
উত্তরমুছুনমর্মান্তিক
উত্তরমুছুন🥺
উত্তরমুছুনখুবই দুঃখজনক
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊