Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করে ফেরার পথে আক্রান্ত হল এক তৃণমূল কর্মী, অভিযোগ অপর গোষ্ঠীর বিরুদ্ধে

মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করে ফেরার পথে আক্রান্ত হল এক তৃণমূল কর্মী, অভিযোগ অপর গোষ্ঠীর বিরুদ্ধে






সঞ্জিত কুড়ি,পূর্ব বর্ধমান সদর:- মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করে পার্টি অফিস থেকে ফেরার পথে আক্রান্ত হল এক তৃণমূল কর্মী। মারধরের অভিযোগ অপর গোষ্ঠীর বিরুদ্ধে।




বর্ধমানে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আক্রান্ত এক তৃণমূল কর্মী। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম অমর দাস।বাড়ি বিজয়রামের কুঁড়ে পাড়া এলাকায়। অমর বাবু জানান তিনি বর্ধমান শহরের ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা দেবপ্রসাদ গাঙ্গুলীর অনুগামী । মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করে পার্টি অফিস থেকে ফেরার পথে মারধর করা হয় বলে অভিযোগ করেন অমর বাবু। 




অভিযোগ ৪ নম্বর ওয়ার্ডেরই তৃণমূল নেতা দেবা মালের ঘনিষ্ঠ রাজা মাল,তাপস কর্মকার সহ চার-পাঁচজন তার ওপর রড ও পাথর নিয়ে আক্রমণ করে। ঘটনায় গুরুতর জখম হন অমর বাবু। চোখের আঘাত গুরুতর এবং মুখেও তিনটি সেলাই পড়েছে বলে জানান তিনি। 




এই ঘটনায় বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুধু অমল দাসের উপর আক্রমণ নয়, তার বাড়িতে গিয়ে বাড়ি ভাঙচুর এবং তার স্ত্রীর শ্রীলতাহানি অভিযোগ করেন অমর বাবুর স্ত্রী কালি দাস। এই ঘটনার পর থেকে তাদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code