সম্পত্তির অধিকার নিয়ে বিশাল বড় রায় দিল শীর্ষ আদালত (Supreme Court)

Supreme Court



এবার থেকে বাবার সম্পত্তিতে অধিকার থাকবে মেয়েরও; এমনই ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বৃহস্পতিবার শীর্ষ আদালতের তরফে হিন্দু মহিলা ও বিধবাদের সম্পত্তির অধিকারে একটি মামলায় বলা হয়, “মৃত্যু পথযাত্রী কোনও হিন্দু ব্যক্তির কন্যা সন্তানরাও, তাঁর বাবার স্ব-অর্জিত বা অন্যান্য সম্পত্তির উত্তরাধিকারী হবে। পরিবারের অন্য়ান্য সদস্যদের তুলনায় কন্যা সন্তানরা অগ্রাধিকারও পাবে।”


মাদ্রাজ হাইকোর্টের একটি মামলার রায়ের বিরুদ্ধেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) একটি আর্জির প্রেক্ষিতেই এই রায় দেওয়া হয়। হিন্দু সম্পত্তির অধিকার আইনে হিন্দু মহিলা ও বিধাবাদের সম্পত্তির অধিকার নিয়েই ওই মামলায় শীর্ষ আদালতের তরফে বলা হয়, “যদি দেশ ভাগের সময় পাওয়া বা স্ব-অর্জিত কোনও সম্পত্তির মালিক যিনি হিন্দু পুরুষ, তিনি বিনা উইলেই মারা যান, সেক্ষেত্রে তার কন্যাও সম্পত্তির উত্তরাধিকারী হিসাবে গণ্য হবে।”


প্রসঙ্গত, আমাদের এই সমাজে মহিলাদের অবস্থান, নারী ক্ষমতায়ন নিয়ে বছরের পর বছর ধরে সরব হলেও, বাস্তব চিত্রটা একই রয়ে গিয়েছে। সম্পত্তির অধিকারের ক্ষেত্রেও কেবল ছেলেরাই প্রাধান্য পায়, ব্রাত্য রয়ে যায় পরিবারের মেয়েরা। তবে আর নয়, সুপ্রিম কোর্টের নির্দেশে এবার থেকে ইচ্ছাপত্র বা উইল না থাকলেও বাবার সম্পত্তিতে অধিকার থাকবে মেয়েরও।