Latest News

6/recent/ticker-posts

Ad Code

facebook live : কেন এমন সিদ্ধান্ত নিলেন মদন মিত্র !

সোশ্যাল মিডিয়া ছাড়লেন মদন মিত্র!


madan mitra
madan mitra



কামারহাটি বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের কালারফুল নেতা মদন মিত্রের (madan mitra) ফেসবুকে (facebook) অগণিত ভক্ত রয়েছে। বারবার তাঁকে দেখা যায় ফেসবুক লাইভে (facebook live)। ওহ লাভলি (oh lovely) থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত—পাওয়া যেত তাঁকে। 


এবার সেখান আর তাঁর দেখা মিলবে না। কারণ তিনি ফেসবুক ত্যাগ করলেন। দেবেন না আর কোনও বার্তাও। তিনি আর ফেসবুক লাইভে আসবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। আর তা জানিয়ে দিয়েছেন ফেসবুক লাইভ থেকেই। ফলে মদন–ভক্তদের মন খারাপ। এই ফেসবুকে তাঁর অগণিত ভক্ত রয়েছে।


এই বিষয়ে মদন মিত্র ফেসবুকে বলেন, ‘‌আমার কাছে নির্দেশ এসেছে, ফেসবুক ছেড়ে দাও। বেশি ফেসবুক করো না। যদি বেশি ফেসবুক করো, তাহলে তোমার ফেস–লুকের যে গ্ল্যামার, সেটা নষ্ট হয়ে যাবে। ৩০ জুন পর্যন্ত ফেসবুক–ইনস্টাগ্রাম খতম।’‌ 


তবে তিনি কে এই নির্দেশ দিয়েছেন তা তিনি খোলসা করেন নি। সম্প্রতি দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন এই কালারফুল বিধায়ক। তাতে রাজ্য–রাজনীতিতে জলঘোলা হয়েছিল। তার জেরেই এই সোশ্যাল মিডিয়ার সঙ্গত্যাগ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code