student



করোনার ভয়াল গ্রাসের আশঙ্কায় ইতিমধ‍্যে রাজ‍্যের সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ‍্যালয় বন্ধ করে দেওয়ার পাশাপাশি রাজ‍্য জুড়ে জারি হয়েছে কড়া বিধি নিষেধ। দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকার পর গত নভেম্বর মাসেই ফের স্কুল মুখী হয় নবম শ্রেণি থেকে ঊর্ধ্ব ছাত্রছাত্রী। ফের হঠাৎ বন্ধে মুখভার শিক্ষার্থীদের। 

এদিকে কোচবিহারের বলরামপুরের ছাত্রছাত্রীরা আজ সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ বলরামপুর চৌপথীতে পথ অবরোধে সামিল হয়। 

ছাত্রছাত্রীরা জানায়- বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আজ অনুষ্ঠান হওয়ার কথা ছিলো। আমরা দীর্ঘদিন থেকে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি   নিচ্ছি। আজ বিদ্যালয় থেকে জানানো হয়, সরকারী নির্দেশিকা  অনুসারে বিদ্যালয়ে অনুষ্ঠান সম্ভব নয়। আমরা স্বাস্থ্যবিধি মেনেই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশনেবো। অনুষ্ঠান বন্ধ রাখা চলবে না। 

এই বিষয়ে বিদ্যালয়ের সাথে যোগাযোগ করা হলে, বিদ্যালয়ের শিক্ষক শ্রী অরিন্দম অধিকারী জানান, বিদ্যালয় সরকারী নির্দেশিকা মেনেই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেয়। কিন্তু ছাত্রছাত্রী এবং এলাকার মানুষজন সেই সিদ্ধান্ত মানতে রাজী নন। তাই তারা পথ অবরোধে সামিল হন। কিন্তু আমরা বিদ্যালয়ে আসার পরই ছাত্রছাত্রীদের অবরোধ তুলে দিতে বলি, এবং তারা অবরোধ তুলে নেয়। অভিভাবকদের সাথে অনুষ্ঠান নিয়ে সিদ্ধান্তের জন্য মিটিং ডাকা হয়েছে। 

সংবাদ লেখা পর্যন্ত মিটিং শুরু হয়, সিদ্ধান্ত এখনো জানা যায়নি।  তবে এলাকার মানুষজন থেকে অভিভাবক এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের বক্তব্য 'আমাদের এলাকায় করোনার তেমন প্রভাব নেই, কলকাতার সাথে তাল মিলিয়ে আমাদের বিদ্যালয় বন্ধ রাখার কোন মানে হয় না।'