করোনা আক্রান্ত কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গিরীন্দ্র নাথ বর্মন





করোনার ভয়াল গ্রাসের আশঙ্কায় ইতিমধ‍্যে রাজ‍্যের সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ‍্যালয় বন্ধ করে দেওয়ার পাশাপাশি রাজ‍্য জুড়ে জারি হয়েছে কড়া বিধি নিষেধ। দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকার পর গত নভেম্বর মাসেই ফের স্কুল মুখী হয় নবম শ্রেণি থেকে ঊর্ধ্ব ছাত্রছাত্রী। ফের হঠাৎ বন্ধে মুখভার শিক্ষার্থীদের। এদিকে, কোচবিহারেও করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা।




করোনা আক্রান্ত কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গিরীন্দ্র নাথ বর্মন। জেলার তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ সোশ‍্যাল হ‍্যান্ডেলে গিরীন্দ্রনাথ বর্মনের আরোগ‍্য কামনা করেছেন।