অরবিন্দ শর্মা, দিনহাটাঃ
দিনহাটা পৌরসভার রির্পোট কার্ড প্রকাশ হল মহারাজা নৃপেন্দ্র নারায়ন স্মৃতি সদনে ।
মহারাজা নৃপেন্দ্র নারায়ন স্মৃতি সদনে দিনহাটা পৌরসভা রিপোর্ট কার্ড 2015 - 16 থেকে 2021 - 22 সুইচ টিপে উন্মোচন করেন কোচবিহার জেলা সভাপতি গিরীন্দ্র নাথ বর্মন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 7 নং বিধানসভা কেন্দ্রের বিধায়ক উদয়ন গুহ, প্রাক্তন সাংসদ তথা রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, কাউন্সিলর গৌরীশংকর মাহেশ্বরী ও জয়দীপ ঘোষ প্রমুখ।
1 মন্তব্যসমূহ
Good news
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊