Latest News

6/recent/ticker-posts

Ad Code

পড়ুয়াদের জন‍্য নয়া উদ‍্যোগ নিল রাজ‍্য সরকার

পড়ুয়াদের জন‍্য নয়া উদ‍্যোগ নিল রাজ‍্য সরকার



School Reopen
STUDENTS ( FILE PICTURE)




দীর্ঘ প্রায় দুবছর ধরে বন্ধ স্কুল। ফলে বেশ অস্বস্তিতে রাজ‍্যের পড়ুয়ারা। চিন্তিত সকলেই। এভাবে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে পড়ুয়াদের। এবার পড়ুয়াদের কথা চিন্তা করে নয়া উদ‍্যোগ নিল রাজ‍্য সরকার।




প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা কার্যত ঘরবন্দি। এবার তাঁদের কাছে স্কুলের পরিবেশ, সেই শিক্ষা পৌঁছে দিতে পাড়ায়-পাড়ায় চালু হতে চলেছে ‘পাড়ায় শিক্ষালয়’। রাজ‍্যের শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসু সোমবার এই উদ‍্যোগের উদ্বোধন করবেন।




করোনা আবহে চার দেওয়ালের গণ্ডি টপকে পার্ক কিংবা মাঠ বা কোনো খোলা মেলা জায়গায় বসবে এই শিক্ষালয়। প্রাথমিক শিক্ষা বা পরীক্ষার প্রস্তুতির জন্য যেন দূরে দূরে না ছুটতে হয় তাই এই উদ‍্যোগ। শিক্ষক, পার্শ্ব শিক্ষক বা শিক্ষা সহায়কেরা ক্লাস নেবেন বলে খবর।




সরকারি পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছাতে দুয়ারে রেশন, দুয়ারে সরকারের পর এবার শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে পাড়ায় শিক্ষালয় কর্মসূচী।




এদিকে, রাজ‍্যে স্কুল কলেজ খোলার দাবিতে সরব হয়েছে বিভিন্ন মহল। ইতিমধ‍্যে আন্দোলনও শুরু হয়েছে। এআইডিএসও-সহ বেশ কিছু সংগঠন আন্দোলনে নেমেছে। স্কুল খোলার দাবিতে ইতিমধ্যেই শোরগোল পড়েছে সোশ‍্যাল মিডিয়ায়। এছাড়াও দু-দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার (school-college-university reopen) দাবিতে। সব মিলিয়ে স্কুল কলেজ পুনরায় আরম্ভের দাবি জোরালো হচ্ছে। সকলের দাবি, মিটিং, মেলা, খেলা হলে কেন স্কুল খুলবে না? এমন পরিস্থিতিতে সরকার কি সিদ্ধান্ত নেয় তাই দেখার।

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code