Primary School : ফেব্রুয়ারিতেও তবে বন্ধ পাঠশালা ! নতুন উদ্যোগ রাজ্যের  - paray shikhyalaya

sme students




রাজ্য জুড়ে যখন ফেব্রুয়ারি থেকে সমস্ত শ্রেণির পঠন-পাঠন শুরুর দাবীতে রাজ্য উত্তাল তখন প্রাথমিক শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য এক নতুন উদ্যোগ গ্রহনের বিজ্ঞপ্তি সামনে এলো।


প্রায় ২ বছর থেকে শিশুরা বিদ্যালয়ের পঠন-পাঠন থেকে বঞ্চিত। ছাত্র-শিক্ষকের সম্পর্ক থেকে অনেকটাই দূরে। বিদ্যালয় কি তা জানা নেই অনেক ছাত্ররই। এমতাবস্থায় করোনার তৃতীয় ঢেউয়ে ওমিক্রনের হুঁশিয়ারি। সবমিলিয়ে এক কঠিন পরিস্থিতিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। অনলাইন, দূরভাষে, দূরদর্শনে উঁচু শ্রেণির (দশম, দ্বাদশ) এর ক্লাস চললেও প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির পর্যন্ত শিশুরা বঞ্চিত পঠন পাঠন থেকে।


তাই এবার তাঁদের কাছে স্কুলের পরিবেশ, সেই শিক্ষা পৌঁছে দিতে নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। এবার পাড়ায়-পাড়ায় চালু হতে চলেছে ‘পাড়ায় শিক্ষালয়’। সোমবার এই কর্মসূচির উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এমনটাই জানা যাচ্ছে।

Join Our Whatsapp Group -Click 

স্কুলের চার দেওয়ালের ভেতরে নয়, পার্ক-খোলা মাঠ কিংবা অন্য কোনও খোলামেলা জায়গায় কমিউনিটি শিক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। যাতে প্রাথমিক শিক্ষা বা পরীক্ষার প্রস্তুতির জন্য দূরে দূরে না ছুটতে হয়। শিক্ষক, পার্শ্ব শিক্ষক বা শিক্ষা সহায়কেরা ক্লাস নেবেন বলে খবর।  আরও পড়ুনঃ এই মহিলা ক্রিকেটারের সৌন্দর্যে পাগল কোটি কোটি মানুষ, হটনেস দেখলে চমকে যাবেন


করোনা কালে দীর্ঘদিন স্কুল বন্ধ। এমন আবহে চার দেওয়ালে বন্দী ক্লাসরুমে পড়াশোনা করা ঝুঁকিুপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। আবার বহু পড়ুয়াই অনলাইন ক্লাসের সুবিধা পাচ্ছেন না। দুর্বল ইন্টারনেট পরিষেবা বা আর্থিক অনটনের জন্য তারা এই ক্লাস করতে পারছেন না। এবার তাঁদের কথা ভেবেই নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘পাড়ায় শিক্ষালয়’ (paray shikhyalaya)।