SBI Interest Rates: SBI গ্রাহকদের জন্য সুখবর!
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য সুখবর।স্থায়ী আমানতে fixed deposit (FD) সুদের হার বাড়াল দেশের বৃহত্তম ব্যাঙ্ক(State Bank of India)। ১৫ জানুয়ারি থেকে এই নিয়ম চালু করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
১ থেকে ২ বছরের কম সময়ের জন্য কেউ স্থায়ী আমানত রাখলে সেই গ্রাহককে ৫.১ শতাংশ সুদ দেবে State Bank of India (SBI)। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, নতুন এই সুদের হার ২কোটির কম স্থায়ী আমানতের fixed deposit (FD) ক্ষেত্রেই লাগু হবে।
SBI latest FD interest rates:
7 দিন থেকে 45 দিন - 2.9%
46 দিন থেকে 179 দিন - 3.9%
180 দিন থেকে 210 দিন - 4.4%
211 দিন থেকে 1 বছরের কম - 4.4%
1 বছর থেকে 2 বছরের কম - 5.1%
2 বছর থেকে 3 বছরের কম - 5.1%
3 বছর থেকে 5 বছরের কম - 5.3%
5 বছর এবং 10 বছর পর্যন্ত - 5.4%
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊