প্রকাশিত হল RRB NTPC পরীক্ষার ফলাফল,রেজাল্ট কীভাবে দেখবেন
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হল আরআরবি এনটিপিসি পরীক্ষার ফলাফল। যাঁরা নন-টেকনিকাল পপুলার ক্যাটেগরির (এনটিপিসি) প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) দিয়েছিলেন, তাঁরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবেন।
ফলাফল দেখবেন এইভাবে:-
১) প্রথমে আপনি সংশ্লিষ্ট আঞ্চলিক রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২) এরপর হোমপেজে ‘CEN 01/2019(NTPC)- CBT-I Result’ আছে। তার পাশে ‘Click here’ আছে। তাতে ক্লিক করুন। নয়া একটি পেজ খুলে যাবে।
৩) 'List of candidates shortlisted for CBT-II for Level-2'-র পাশে ‘Click here’ আছে। তাতে ক্লিক করুন।
৪) একটি পিডিএফ খুলে যাবে। যে প্রার্থীরা দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেসড টেস্টের (সিবিটি) জন্য নির্বাচিত হয়েছেন, তাঁদের রোল নম্বর দেওয়া আছে। ভবিষ্যতের জন্য সেই পিডিএফ ডাউনলোড করে রেখে দিন।
উদাহরণ হিসাবে বলা যেতে পারে, কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) অফিসিয়াল ওয়েবসাইট www.rrbkolkata.gov.in-তে যান। তারপর বাকি ধাপ মেনে এগিয়ে চলুন। কলকাতা আরআরবির আওতায় যে প্রার্থীরা দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেসড টেস্টের (সিবিটি) জন্য নির্বাচিত হয়েছেন, তাঁদের তালিকা দেখে নিন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊