সরস্বতী পূজা ২০২২ / ১৪২৮ – Saraswati Puja 2022
পড়াশুনা থেকে শিল্প সংস্কৃতি - দেবী সরস্বতীর আরাধনা করেই শুরু হয় যাত্রা। দেবী সরস্বতী বন্দনা তাই শিক্ষা-শিল্পে এক উৎসবের আমেজ নিয়ে আসে। সরস্বতী পূজার অঞ্জলী না দিলে যেনো অপূর্ণ থেকে যায় যে কোন শিক্ষা থেকে শিল্প আরাধনা। তাই শিশু থেকে বয়স্ক , এই দিনটিতে ভক্তিভরে বাগ্ দেবীর বন্দনায় অঞ্জলী প্রদান করেন।
শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এই শুক্লা পঞ্চমী তিথি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।
উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, ওড়িশা, নেপাল ও বাংলাদেশে সরস্বতী পূজা উপলক্ষ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
শ্রীপঞ্চমীর দিন খুব সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সর্বজনীন পূজামণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়।
ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন ও পিতৃ তর্পণের প্রথাও প্রচলিত। পূজার দিন সন্ধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বজনীন পূজামণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়।
এবছর ২২শে মাঘ, ১৪২৮ অর্থাৎ ইংরেজী ৫ই ফেব্রুয়ারী, ২০২২ তারিখ শনিবার সকাল ৭ টা বেজে ৭ মিনিটে শুরু হবে শ্রীপঞ্চমী তিথি এবং শেষ হবে বাংলা ২৩শে মাঘ, ১৪২৮ এবং ইংরেজী ৬ই ফেব্রুয়ারী, ২০২২ তারিখ রবিবার সকাল ৭ টা বেজে ৯ মিনিটে। আর এই সময়ের মধ্যেই দিতে হবে অঞ্জলি।
10 মন্তব্যসমূহ
🙏🙏
উত্তরমুছুনValo news
উত্তরমুছুন🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
উত্তরমুছুনওঁ নমঃ মা swaraswati নম
উত্তরমুছুনGood news
উত্তরমুছুন👍👍
উত্তরমুছুনGood news
উত্তরমুছুন🙏
উত্তরমুছুনজয় মা সরস্বতী
উত্তরমুছুনNice
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊